ঢাকা, ৬ অক্টোবর ২০২৫ (নিজস্ব প্রতিবেদক):
রাজধানীর ডেমরায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০ এর অভিযানে ৫ লক্ষ টাকারও বেশি মূল্যের ইয়াবাসহ তিনজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব সূত্রে জানা যায়, গতকাল শনিবার (০৫ অক্টোবর) সন্ধ্যা অনুমান ৭টা ১৫ মিনিটের দিকে ডিএমপি’র ডেমরা থানাধীন পশ্চিম বক্সনগর ব্যাংক কলোনি এলাকায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে ১,৬৬৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লক্ষ ১০০ টাকা।
গ্রেফতারকৃতরা হলেন—
১। মোঃ নুর আলম (৫০), পিতা- মৃত সামছুল হক, সাং- বালুমোড়া, থানা- হাজিগঞ্জ, জেলা- চাঁদপুর।
২। মোঃ জসিম উদ্দিন স্বপন (৪৫), পিতা- হাজী আবুল কাশেম, সাং- পশ্চিম বক্সনগর, থানা- ডেমরা, ডিএমপি, ঢাকা।
৩। মোঃ কাউছার পারভেজ (২৫), পিতা- মোঃ সিদ্দিক, সাং- কচুবনিয়া, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছেন যে, তারা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।
উদ্ধারকৃত ইয়াবা ও অন্যান্য আলামতসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাদের ডেমরা থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১০ এর পক্ষ থেকে জানানো হয়েছে, “মাদক সমাজের ভয়াবহ বিষফোঁড়া। এটি যুব সমাজকে ধ্বংস করছে এবং পরিবার ও রাষ্ট্রীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে।” র্যাব মাদক নির্মূলে “জিরো টলারেন্স” নীতি অনুসরণ করে দৃঢ়ভাবে অভিযান চালিয়ে যাচ্ছে।
সংস্থাটি আরও জানায়, ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।